কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৩
৪র্থ থেকে ১০ম শ্রেণী, স্কুল-মাদ্রাসা
রেজিস্ট্রেশন ডেডলাইন – ১৫ অক্টোবর, ২০২৩
কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
ক্লিক করুন এখানে-
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগরী
নিয়মাবলী
- ৪র্থ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রী (স্কুল-মাদরাসা) বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- সিলেট বিভাগের যেকোন স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির জন্য (MCQ পদ্ধতিতে) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে (প্রত্যেক বিষয়ে ৫০ নম্বর করে) সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য (MCQ পদ্ধতিতে) বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে (প্রত্যেক বিষয়ে ৫০ নম্বর করে) সর্বমোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পরীক্ষা ২৭ অক্টোবর’২৩, শুক্রবার (সকাল) অফলাইনে অনুষ্ঠিত হবে।
- ৪র্থ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সবার রেজিস্ট্রেশন ফি ১৮০/- (একশত আশি টাকা)।
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের কিশোরকন্ঠ পাঠক ফোরামের অফিস অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধি অথবা নির্ধারিত স্থানসমূহ থেকে ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
- রেজিস্ট্রেশন ফি পরিশোধের রশিদ সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহের সময় তা প্রদর্শন করতে হবে।
- রেজিস্ট্রেশনের ফরম সংগ্রহ ও জমাদানের সময়সীমা ১ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর’২৩
- প্রবেশপত্র ১৭ অক্টোবর – ২৫ অক্টোবর’২৩ এর মধ্যে সংগ্রহ করতে হবে।
- পরীক্ষার মাধ্যমঃ বাংলা
- স্কুল-মাদরাসা ছাত্রদের জন্য প্রদত্ত সিলেবাসের আলোকে প্রশ্ন করা হবে।
- স্কুল ও মাদ্রাসার অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আলাদা গ্রেডিং করা হবে।
- ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষাব্যয় বাবদ নগদ অর্থ, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
- বৃত্তি পরীক্ষার ফলাফল স্থানীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে, এছাড়াও কিশোরকণ্ঠ অফিস, অফিসিয়াল পেইজ এবং ওয়েবসাইট থেকেও জানা যাবে।
- বৃত্তি পরীক্ষার পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ বৃত্তিপ্রাপ্তদের চিঠির মাধ্যমে জানানো হবে।
- প্রয়োজনে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে।
- সাধারণ জ্ঞানের জন্য (জানুয়ারি-আগস্ট’২৩) কিশোরকণ্ঠ এবং বিশেষ সংকলন ‘অন্বেষণ’ সংগ্রহ করতে হবে।
- অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন – https://kishorkanthasylhet.org/payment-instruction/
সিলেবাস
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর জন্য প্রযোজ্য
– কিশোরকণ্ঠ জানুয়ারী’২৩ থেকে আগস্ট’২৩ সংখ্যা
– বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও খেলাধুলা
– কিশোরকণ্ঠের বিশেষ সংকলন ‘অন্বেষণ’
সব মাসের কিশোরকণ্ঠের জন্য ক্লিক করুন-
বিষয়ঃ বাংলা ১ম পত্র
গদ্য-
১. লিপির গল্প
২. হযরত উমর (রাঃ
৩. ঘুরে আসি সোনার গাঁও
পদ্য-
১. বীর পুরুষ
২. মা
৩. কাজলা দিদি
- বিষয়ঃ বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞান: ৯ম, ১০ম, ১৩শ অধ্যায়
- বিষয়ঃ গণিত
১. দশমিক ভগ্নাংশ
২. সময়
৩. জ্যামিতি
- বিষয়ঃ ইংরেজী
১. Unit – 38, 40, 42
২. Grammar – Verb to be, Past Tense, Present Continuous Tense
বিষয়ঃ বাংলা ১ম পত্র
গদ্য-
১. শহীদ তিতুমীর
২. নায়াগ্রা
৩. ভাবুক ছেলেটি
পদ্য-
১. শিক্ষাগুরুর মর্যাদা
২. রৌদ্র দেহে জয়
৩. শব্দ দূষণ
- বিষয়ঃ বিজ্ঞান
প্রাথমিক বিজ্ঞানঃ ৬ষ্ঠ, ১০ম, ১৩শ, ১৪শ, অধ্যায়
- বিষয়ঃ গণিত
১. চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী
২. পরিমাপ
৩. সময়
৪. শতকরা
৫. জ্যামিতি
- বিষয়ঃ ইংরেজী
- 1. Unit – 20, 22, 23, 24
- 2. Grammar – Re-arrange, Noun, Parts of Speech
- বিষয়ঃ বাংলা
৩য় অধ্যায়ঃ বাক্য, শব্দের অর্থ
৫ম অধ্যায়ঃ বুঝে পড়ি লিখতে শিখি
৬ষ্ঠ অধ্যায়ঃ সাহিত্য পড়ি লিখতে শিখি
- বিষয়ঃ গণিত
১. অজানা রাশির জগৎ
২. ত্রিমাত্রিক বস্তুর গল্প
৩. ঐকিক, শতকরা, অনুপাত
৪. সূত্র খুঁজি, সূত্র বুঝি
- বিষয়ঃ ইংরেজী
1. Chapter – 9, 12, 16, 17, 18
2. Grammar – Parts of Speech, Article, Preposition
- বিষয়ঃ বাংলা
৩য় অধ্যায়ঃ অর্থ বুঝে বাক্য লিখি
৫ম অধ্যায়ঃ বুঝে পড়ি লিখতে শিখি
৬ষ্ঠ অধ্যায়ঃ সাহিত্য পড়ি লিখতে শিখি
- বিষয়ঃ গণিত
১. অজানা রাশির উৎপাদক, লসাগু, গসাগু
২. নানা রকম আকৃতি মাপি
৩. তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ
৪. চল বৃত্ত চিনি
- বিষয়ঃ ইংরেজী
- Chapter – 10, 11, 13, 14, 15, 16
- Grammar – Parts of speech, Article, Preposition
- বিষয়ঃ বাংলা ১ম পত্র
গদ্য-
১. মদিনার পথ
২. বাংলা ভাষার জন্মকথা
৩. বাংলা নববর্ষ
পদ্য-
১. নারী
২. মাগো ওরা বলে
৩. আবার আসিবো ফিরে
- বিষয়ঃ গণিত
পাটিগণিত – ২.১, ২.২, ৩
বীজগণিত – ৪.১, ৪.২, ৪.৩, ৫.১
জ্যামিতি – ৮.১, ৮.২
- বিষয়ঃ ইংরেজী
Unit – 7, 9, 10
Grammar – Preposition, Voice Change, Articles, Changing Sentences, Narrations
- বিষয়ঃ বাংলা ২য় পত্র
ভাষা, সমাস, সন্ধি, শব্দতত্ত্ব, পদ প্রকরণ, বাগধারা
- বিষয়ঃ বাংলা ১ম পত্র
গদ্য-
১. মানুষ মুহাম্মদ (সাঃ)
২. উপেক্ষিত শক্তির উদ্বোধন
৩. নিমগাছ
পদ্য-
১. পল্লী জননী
২. ঝর্ণার গান
৩. মানুষ
উপন্যাসঃ কাকতাড়ুয়া
- বিষয়ঃ গণিত
বীজগণিত – ২, ৩, ৪
জ্যামিতি – ৮
ত্রিকোণমিতি – ৯.১
পরিমিতি – ১৬.২, ১৬.৩
- বিষয়ঃ ইংরেজী
- Seen Comprehension: Unit – 8, 9, 10, 14
- Grammar: Preposition, Voice Change, Articles, Changing sentences, Right form of verbs
- বিষয়ঃ বাংলা ২য় পত্র
সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, শব্দের শ্রেণীবিভাগ, বাগধারা, সমার্থক শব্দ
- বিষয়ঃ বাংলা ১ম পত্র
গদ্য-
১. পল্লী সাহিত্য
২. সাহিত্যের রুপ ও রীতি
৩. শিক্ষা ও মনুষ্যত্ব,
৪. বই পড়া
পদ্য-
১. সাহসী জননী বাংলা
২. রানার
৩. কপোতাক্ষ নদ
৪. বঙ্গবানী
- বিষয়ঃ গণিত
বীজগণিত – ৩, ৪, ১১, ১৩
জ্যামিতি – ১৪, ১৫
ত্রিকোণমিতি – ৯.১, ৯.২
পরিমিতি – ১৬.৩, ১৬.৪
- বিষয়ঃ ইংরেজী
পুরো সিলেবাস – বোর্ড পরীক্ষার আলোকে
- বিষয়ঃ বাংলা ২য় পত্র
সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ