"বলতে পারো" সংকলন (জানুয়ারী-২০২০ থেকে অক্টোবর-২০২০)

জানুয়ারী - ২০২০

প্রশ্ন

১. সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিনের পরিমাণ কত শতাংশ?

২. আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কোন বোলার কত সালে?

৩. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীর নাম কী?

৪. বাহরাইনের সরকারি ভাষা ও মুদ্রার নাম কী?

৫. জামালপুর জেলার গারো পাহাড়ের জঙ্গলসহ দেশের উত্তর ও দক্ষিণ-পূর্ব বনাঞ্চলে দেখা যায় কোন প্রাণীকে?

৬. বড় হওয়ার মূলমন্ত্র কী?

৭. রাসূল (সা)-এর কাছে দীর্ঘ দশ বছর যাবৎ ছিলেন কোন সাহাবী?

৮. কাশ্মীর পৃথিবীর কী?

৯. একাত্তর সালের কত মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেয়ে বাঙালির বিজয় আসে?

১০. যে বৃক্ষ থেকে জান্নাতবাসীদের বস্ত্র তৈরি হবে, তার নাম কী?

উত্তর

১. ৯০ শতাংশ

২. ব্রেট লি ২০০৭ সালের

৩. টারশিয়ারী

৪. আরবি ও বাহরানি দিনার

৫. লজ্জাবতী বানর

৬. আত্মবিশ্বাস

৭. হযরত আনাস (রা)

৮. জান্নাত ৯.

৯ মাসের

১০. তুবা।

ফেব্রুয়ারী - ২০২০

প্রশ্ন

১. চলচ্চিত্র, অডিও রেকর্ডিং, বৈদ্যুতিক বাতি, এনক্রিপটেড টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারির আবিষ্কারক কে?

২. তাগালগ ও ইংরেজি কোন দেশের সরকারি ভাষা?

৩. ‘আমি ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ি, আরো ছোট ছোট কিছু দোয়া পড়ি’ কে পড়ে?

৪. ঝুলন্ত ব্রিজটি নির্মিত হয় ১৯২৫ সালের এপ্রিল মাসে! এ ব্রিজটি কোথায় রয়েছে?

৫. গোটা পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো বন্ধু ও একটি শত্রু আছে, সেগুলো কী কী?

৬. শীত- ২০২০ কোন কবির রচনা?

৭. আল্লাহ নিজেই বলেছেন, ‘তাঁর মতো কিছুই নেই।’ কোন সূরার কত নং আয়াত?

৮. বঙ্গাব্দ বর্ষপঞ্জি অনুসারে পাঁচ নম্বর ঋতু কী?

৯. ৩০ দিনে পবিত্র কুরআন মজিদ হিফজ করেছিলেন কে?

১০. শিশুর প্রতিভা বিকাশে কাকে প্রথম উদ্যোগ নিতে হবে?

উত্তর

১. টমাস আলভা এডিসন

২. ফিলিপাইনের সরকারি ভাষা

৩. হামজা দেওয়ান চৌধুরী

৪. লোভাছড়ায়

৫. বই ও অজ্ঞতা

৬. মোশাররফ হোসেন খান

৭. সূরা শূরা আয়াত ১১

৮. শীতকাল

৯. ইমাম শাফিয়ী

১০. পরিবারকেই

মার্চ - ২০২০

প্রশ্ন

১. সূর্যগ্রহণ দেখেছে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল কত বছর আগে?

২. জার্মান দর্শকদের ভোটে রেকর্ড পাঁচবার দেশটির সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কে?

৩. ‘জ্ঞান হচ্ছে তোমাদের হারানো সম্পদ, সুতরাং যেখানে তা পাও কুড়িয়ে নাও’- এটা কার বাণী?

৪. ১৯৭৪ সালের বাংলাদেশ বন্যপ্রাণী আইনের কত ধারা মতে পাখি শিকার ও হত্যা দণ্ডনীয় অপরাধ?

৫. ও আমার মাতৃভাষা বাংলা ভাষা, খোদার সেরা দান- কোন কবির রচনা?

৬. ১৯৪৮ সালের ১১ মার্চ প্রথম বাংলা ভাষার দাবি করলো কোন সাংস্কৃতিক সংগঠন?

৭. কাতারের সবচেয়ে জনপ্রিয় খেলা কী?

৮. অন্য লোকদের সাথে কথোপকথনের সময়েও ফাঁক দিয়ে বই পড়তেন কে?

৯. রঙ পরিবর্তনের ফলে কোন প্রাণী সমুদ্রতলের বালি, পাথর, উদ্ভিদ ইত্যাদির সাথে মিশে যেতে পারে?

১০. বইমেলা শুরু হয়েছিল কত সালে কত তারিখে?

উত্তর

১. ১৭২ বছর

২. মেসুত ওজিল

৩. মহানবী হযরত মুহাম্মদ সা.

৪. ২৬ ধারা

৫. ফররুখ আহমদ

৬. তমদ্দুন মজলিস।

৭. ফুটবল

৮. আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট রুজভেল্ট

৯. অক্টোপাস

১০. ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি।

এপ্রিল - ২০২০

প্রশ্ন

১. পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি কোথায় আছে?

২. ‘আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রাম, আর রাতকে করেছি আবরণ।’ কোন সূরার কত নম্বর আয়াত?

৩. জন ওয়েবস্টারের ইংরেজি ডিকশনারি সঙ্কলনের জন্য কত বছর সময় লেগে গিয়েছিল?

৪. বিশ্বের শতকরা ৭৫ ভাগ ফ্লেমিংগো পাখির জন্ম হয় কোথায়?

৫. ফুটবলার মতিন মিয়ার বাড়ি কোথায়?

৬. সিঙ্গাপুরের রাজধানীর নাম কী এবং কত সালে প্রতিষ্ঠিত হয়?

৭. গুহাবাসী যুবকদের ঘুমাতে ঘুমাতে কেটে যায় কত বছর?

৮. ফরায়েজি আন্দোলনের নেতা কে ছিলেন?

৯. ভারতের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানীর নাম কী?

১০. বার্ডস অব প্যারাডাইস ফুলকে প্রথম বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেন কে এবং কত সালে?

উত্তর

১. আফ্রিকার জোহানেসবার্গে

২. সূরা নাবা : ৯-১০

৩. প্রায় ৩০ বছর

৪. নেইত্রন হ্রদে

৫. সিলেট শহরের পাশে তাজপুরে

৬. সিঙ্গাপুর সিটি ও ১৯৬৫ সালে

৭. ৩০৯ বছর

৮. হাজী শরীয়তুল্লাহর

৯. এপিজে আবদুল কালাম

১০. রয়্যাল গার্ডেনের ডিরেক্টর Sir Joshep Banks, ১৭৭৩ সালে।

মে - ২০২০

প্রশ্ন

১. বাংলা সনের প্রথম মাস কোনটি?

২. ‘জীবন হচ্ছে এক পেয়ালা চা। যতই তৃপ্তিসহকারে আমরা তা পান করি ততই দ্রæত তলার দিকে অগ্রসর হতে থাকি।’ এটা কার বাণী?

৩. মহানবী (সা) বলেছেন, নীরব থাকলে যে সম্মান অর্জিত হয়, তা ষাট বছর নফল ইবাদতের চেয়েও উত্তম, এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

৪. পদার্থবিজ্ঞানের প্রথম নোবেলজয়ী বিজ্ঞানীর নাম কী?

৫. জীবনযুদ্ধের গল্পের লেখক কে?

৬. ‘পাকিস্তানের বিরাট কোহলি’ কাকে বলা হয়?

৭. ওটচঅঈ কর্তৃক ১১১ নম্বর মৌলিক পদার্থের নাম কী রাখা হয়?

৮. অ্যামেরিকাতে ‘বেস্ট সেলিং পয়েট’ হিসেবে পরিচিত কোন কবি?

৯. “সে ভ্রু কুঁচকাল এবং মুখ ফিরিয়ে নিলো। কারণ, তার কাছে অন্ধ লোকটি এসেছিল। তুমি কিভাবে জানবে, সে হয়তো পরিশুদ্ধ হতো!” কোন সূরার কত নম্বর আয়াত?

১০. আপাতত কতটি ভাষা পড়ে শোনাতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট?

উত্তর

১. বৈশাখ

২. আল্লামা শেখ সা’দী

৩. বায়হাকি শরীফ

৪. উইলহেম রন্টজেন

৫. দেলোয়ার হোসেন

৬. বাবর আজমের

৭. রন্টজেনিয়াম (জম)

৮. মাওলানা জালালুদ্দিন রুমি

৯. সূরা আবাসা, আয়াত ১-৩

১০. ৪২টি।

জুন - ২০২০

প্রশ্ন

১. আল কুরআনে মানুষ প্রসঙ্গে কতটি বিষয়ে কতটি আয়াতে আলোচনা এসেছে?

২. আমাজন জঙ্গলের রহস্যজনক গরম পানির নদী কোথায় অবস্থিত এবং এটির আবিষ্কারক কে?

৩. সাহিত্যের প্রথম সার্থক মুসলিম কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরতœ কোন জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

৪. আমেরিকার গৃহযুদ্ধ ও দাস প্রথার অবসান ঘটিয়েছিলেন কে?

৫. সিপাহি বিপ্লব হয় কত সালে?

৬. বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলাহ কত সালে কত তারিখে পরাজিত হন এবং সে সময় নবাবের প্রধান সেনাপতি কে ছিল?

৭. একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটি কোষ আছে?

৮. জান্নাতের দরজা কয়টি?

৯. শোলাকিয়া ঈদগাহ, কত সালে কে প্রতিষ্ঠা করেন?

১০.সুন্দরবনে মোট জমির পরিমাণ কত এবং কত সালে ইউনেস্কো বিশ্বসম্পদ ও ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?

উত্তর

১. প্রায় ১৫০টি বিষয়ে ৩০০টি আয়াতে।

২. পেরুতে এবং পেরুর ভূতত্ত্ব বিজ্ঞানী আন্দ্রে রুসো।

৩. সিরাজগঞ্জ জেলার, চর বেলতৈল।

৪. আব্রাহাম লিংকন।

৫. ১৮৫৭ সালে।

৬. ১৭৫৭ সালের ২৩ জুন এবং মীর জাফর প্রধান সেনাপতি।

৭. ৩৭ ট্রিলিয়ন।

৮. ৮টি।

৯. ১৮২৮ খ্রিষ্টাব্দে অলিয়ে কামিল সৈয়দ শাহ আহমদ (র)।

১০. ৫,৭৭,২৮,৫৬৩ হেক্টর এবং ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর।

জুলাই - ২০২০

প্রশ্ন

১. পাখির বাসা কোন কবির রচনা?

২. বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে দেশের মোট ফল উৎপাদনের শতকরা কত ভাগ উৎপাদিত ও বাজারজাত করা হয়?

৩. ‘রান আউট না হলে অস্ট্রেলিয়ানরা লারাকে আউট করতে পারত না।’ কোন ক্রিকেটার বলেছিলেন?

৪. ‘আদম-সন্তান আমাকে কষ্ট দেয়। সে সময়কে গালি-গালাজ করে। অথচ আমিই সময়। রাত ও দিন আমিই পরিবর্তন করি।’ কোন গ্রন্থের হাদিস?

৫. ‘গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ’ কোথায় বেশি দেখা যায়?

৬. কাকে ‘গণমানুষের কবি’ বলা হয়?

৭. জিম্বাবুয়ের রাজধানীর নাম ও সবচেয়ে জনপ্রিয় খেলার নাম কী?

৮. মৌলভীবাজারের শ্রীমঙ্গল কিসের জন্য বিখ্যাত?

৯. জুমার দিন প্রথম দিকে মসজিদে গেলে, কিসের সওয়াব পাওয়া যায়?

১০. পৃথিবীর প্রাকৃতিক ফ্রিজার বলা হয় কাকে?

উত্তর

১. কবি ফররুখ আহমদ

২. ৫৪ ভাগই

৩. অস্ট্রেলিয়ান কিংবদন্তি অধিনায়ক ইয়ান চ্যাপেল বলেছিলেন

৪. মসলিম শরীফের

৫. কলম্বিয়া বৃষ্টিবহুল বন বা অঞ্চলে

৬. দিলওয়ারকে

৭. হারারে ও ফটবল

৮. চা এর জন্য

৯. একটি উট কোরবানির

১০. গ্লেসিয়ার এবং পারমাফ্রস্টকে।

আগস্ট - ২০২০

প্রশ্ন

১. ‘আর মূর্খরা যখন কথা বলে, তখন (মু’মিনরা বলে), সালাম!’ কোন সূরার কত নম্বর আয়াত?

২. কৃত্রিম বৃষ্টির কথা প্রথম ভেবেছিলেন কে?

৩. কোন দ্বীপে এক সময় ‘হোয়াইট থ্রোটেড রেল’ পাখির বাস ছিল?

৪. ‘মানুষখেকো’ বইটা কার লেখা?

৫. দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে কার নেতৃত্বে বাংলাদেশ দল জিতেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা?

৬. পিতা-মাতার প্রতি সদ্ধ্যবহার করবে। কখনো মিথ্যা কথা বলবে না- কার উপদেশ?

৭. ব্রাজিল কত সালে কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?

৮. ‘পৃথিবীর উন্নত দেশগুলোর ঢেউ যখন আমাদের দেশে এসে লাগে, তখনও আমরা লাউয়ের জাঙ্গলা নিয়ে ক্যাইজা আর মারামারি করি’- উক্তিটি কার?

৯. কোন রং বিশ্বস্ততার পরিচয় বহন করে?

১০. বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী ও নিষ্কাশিত পানির পরিমাণের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি এবং কোথায় অবস্থিত?

উত্তর

১. সূরা ফুরকান আয়াত নং ৬৩

২. মার্কিন বিজ্ঞানী ভিনসেন্ট শায়েফার

৩. আলডাবরা

৪. জিম করবেটের

৫. আকবর আলীর

৬. দাদুর উপদেশ

৭. ১৮২২ সালে পর্তুগাল

৮. রবীন্দ্রনাথ ঠাকুর

৯. নীল রঙ

১০. আমাজন নদী ব্রাজিলে।

সেপ্টেম্বর - ২০২০

প্রশ্ন

১. শরতের অন্যতম বড় আকর্ষণ কোন ফুল?

২. সোয়ালোয়ারের মৃতদেহ সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে কত সালে?

৩. আমি চাঁদের পৃষ্ঠে পা রেখে এরকমই কিছু মধুর ধ্বনি শুনতে পেয়েছিলাম। তখন তাঁর মিসরীয় বন্ধু এটিকে তাঁর কাছে আজানের ধ্বনি নিশ্চিত করলে তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করেন। তিনি কে?

৪. কানাডার আয়তন কত এবং বর্তমান প্রধানমন্ত্রী কে?

৫. “হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর ও সঠিক সত্য কথা বলো।” কোন সূরার কত নম্বর আয়াত?

৬. লিভারপুলের শিরোপা জয়ের অন্যতম নায়ক ক্লাবটির কোন খেলোয়াড়?

৭. ডিসকর্ড যাত্রা শুরু করে কত সালে এবং বর্তমান ব্যবহারকারীর পরিমাণ কত?

৮. “তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে নিয়ে যায়।” বক্তব্যটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

৯. জাপানের শিক্ষা মন্ত্রণালয় ১৯২৮ সালে কোন বাগানটি ‘প্রাকৃতিক গুপ্তধন’ হিসেবে তৈরি করে?

১০. মৃত্যুর ফেরেশতাকে চোখে চপেটাঘাত করলেন কোন নবী?

উত্তর

১। কাশফুল

২। ২০০৭ সালে

৩। নিল আর্মস্ট্রং

৪। ৯৯ লাখ ৮০ হাজার বর্গ কিলোমিটার, ৩৮ লাখ ৫০ হাজার বর্গ মাইল, জাস্টিন ট্রুডো

৫। সূরা আল-আহজাব আয়াত ৭০

৬। মোহাম্মাদ সালাহ

৭। ২০১৫ সালে এবং সক্রিয় ব্যবহারকারী ১০০ মিলিওনের চেয়েও বেশী।

৮। বুখারী ও মুসলিম

৯। ফুজিনো উশিজিমা

১০। মূসা (আঃ)

অক্টোবর - ২০২০

প্রশ্ন

১. আল-কুরআনের কতটি সূরায় কতটি আয়াতে নদীর কথা এসেছে এবং জান্নাতের সবচেয়ে বড় নদীর নাম কী?

২. বাঙালি মুসলিমদের মধ্যে প্রথম সনেট রচনা করেন কে?

৩. ফ্লেমিঙ্গো শব্দের অর্থ কী?

৪. এ যাবৎ এভারেস্ট শৃঙ্গে সফলভাবে পৌঁছতে পেরেছেন কত জন?

৫. শরৎকে ইংরেজিতে কী বলা হয়?

৬. বিশ্বের প্রায় কতটি দেশের সেনাবাহিনী ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোন ব্যবহার করছে?

৭. মার্কো পোলোর লেখা বইটির নাম কী?

৮. কোন লেখকের একটি বই ৫১টি ভাষায় ১০৯টি দেশে প্রায় সাড়ে ৩ কোটি কপি বিক্রি হয়েছে?

৯. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে প্রথম মানুষ হিসেবে পা রাখেন কে, কত সালের কত তারিখে?

১০. ইতালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর

১। ২২ টি সুরার ৩৬ টি আয়াতে। আল কাউছার।

২। কায়কোবাদ

৩। আগুন

৪। ৪০০ জন।

৫। Fall

৬। ২০

৭। চীন ভ্রমণের ইতিবৃত্ত

৮। রবার্ট কিয়োসাকি

৯। এডমান্ড হিলারি, ১৯ মে ১৯৫৩

১০। সারজিও মাত্তারেলা, জিউসেপ্পে কন্টে