Kishor Kantha Biology Olympiad – 2022

অলিম্পিয়াড রেজিস্ট্রেশন

শুরুঃ ১৬ আগস্ট, ২০২২

শেষঃ ৩১ আগস্ট, ২০২২


অলিম্পিয়াড

৯ সেপ্টেম্বর, ২০২২ (সম্ভাব্য)


নিয়মাবলীঃ

১। বায়োলজি অলিম্পিয়াড তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ক্যাটাগরি – A, ৯ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ক্যাটাগরি – B, ১১শ থেকে ১২শ শ্রেণী পর্যন্ত ক্যাটাগরি – C

২। সিলেট শহরের যে কোন স্কুল – কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

৩। অলিম্পিয়াড MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

৪। অলিম্পিয়াড অফলাইনে অনুষ্ঠিত হবে।

৫। বায়োলজি অলিম্পিয়াডের ফি – ৭০/=

৬। অলিম্পিয়াডে অংশগ্রহণকারী সবার জন্য টি-শার্ট ও সার্টিফিকেট রয়েছে। এবং প্রতি ক্যাটাগরিতে প্রথম ১০ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার।

৭। পরীক্ষার মাধ্যম – বাংলা

৮। অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে – ৯ সেপ্টেম্বর, ২০২২ (সম্ভাব্য)

৯। রেজিস্ট্রেশনের শেষ তারিখ – ৩১ আগস্ট, ২০২২

 

রেজিস্ট্রেশনের নিয়মাবলীঃ

  1. রেজিস্ট্রেশন ফিঃ 50 টাকা মাত্র।
  2. রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে নিচের নাম্বারে দিতে হবে (Send Money)। ফিরতি এসএমএস এর transaction ID সংরক্ষণ করে রাখতে হবে, যা দিয়ে রেজিস্ট্রেশন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন অবস্থায় এই ID অন্যজনকে দেওয়া যাবে না, কারণ এই ID পরীক্ষার্থী শনাক্তে ব্যবহৃত হবে। একই ID দিয়ে একাধিক সাবমিশন হলে তা বাতিল বলে গণ্য হবে।
  3. রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার পর রেজিস্ট্রেশনের লিংক এ ঢুকে ফর্ম ফিলাপ করতে হবে এবং transaction ID টি দিতে হবে।
  4. রেজিস্ট্রেশন করার ৪৮ ঘন্টার মধ্যে ফর্মে দেওয়া নাম্বারে কনফার্মেশন ম্যাসেজ না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন।
  5. পরীক্ষার বিস্তারিত নিয়ম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।