Victory Day Cycle Ride

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সিলেট মহানগরী আয়োজন করছে সাইকেল রাইড।
  • তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২০
  • সময়ঃ সকাল ৮ টা
  • স্থানঃ রিকাবীবাজার, সিলেট
  • রেজিস্ট্রেশন ফিঃ ৫০ টাকা মাত্র
  • থাকছে আকর্ষণীয় ইভেন্ট।
  • অংশগ্রহণকারী সবার জন্য থাকছে টিশার্ট এবং ইভেন্টসমূহে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
নিয়মাবলীঃ
  • নিচের নাম্বারে রেজিস্ট্রেশন ফি ৫০/- বিকাশ করুন। Bkash – 01703801406 (personal)
  • ফিরতি এসএসএম এ প্রাপ্ত Transaction ID অথবা TrxID লিখে রাখুন। তা রেজিস্ট্রেশনের সময় এবং কনফার্মেশনের সময় প্রয়োজন হবে।
  • যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- +8801752-831184 অথবা +8801850-773296 নাম্বারে অথবা ইমেইল করুন – kksylhetcity@gmail.com
  • ফিরতি এসএমএস পেয়ে গেলে নিচের ফর্মটি পূরণ করুন-
Registration closed!